পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, হত্যার জন্য শুটারদের সঙ্গে মাত্র দুই লাখ টাকার চুক্তি হয়েছিল।
মহানগর ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে গ্রুপের শীর্ষ নেতা ইমন এই হত্যার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত চলছে। মামুনকে হত্যা করার পরিকল্পনা হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় করা হয়।
পুলিশ জানায়, মামুনকে গত সোমবার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে, গোয়েন্দা পুলিশ মোট ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে।
ডিবি জানায়, মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন–মামুন গ্রুপের সদস্য ছিলেন এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। পুলিশের তথ্যে, এর আগেও রনি মামুনকে হত্যার চেষ্টা করেছেন, এবং ৫ আগস্টের পর জামিন পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসীর অপকর্মের বিষয়েও ডিবি তৎপর রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর