বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলো হুঁশিয়ারি দিয়েছে, দাবি না মানলে প্রধান উপদেষ্টার যমুনা কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোট আয়োজনসহ সরকারের প্রতি তাদের পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চায় আট দলীয় জোট।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে” সারাদেশে রাজপথে অবস্থান করবে আট দল। পরদিন ১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ নভেম্বর আন্দোলনরত আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সেখানে সরকারের অবস্থান পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলেও সতর্ক করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর