মৃত্যুর গুজবের পরদিন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বাড়ি ফেরন। এখন বাড়িতেই চলবে ৮৯ বছর বয়সী এই অভিনেতার চিকিৎসা।
আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হাসপাতালের চিকিৎসক ড. রাজীব শর্মা জানান, ধর্মেন্দ্রজি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
তিনি বলেন, ‘ধর্মেন্দ্রজি সন্তুষ্ট মনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তার পরিবার তাকে বাড়ি নিয়ে গেছেন। তার বাড়িতে চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।এখন থেকে সেখানেই তার চিকিৎসা চলবে।’
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই সানি দেওলের পিআর টিম এক বিবৃতিতে জানায়, মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করছি, দয়া করে তার ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং কোনো ধরনের অনুমানমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।
হাসপাতাল থেকে ছাড়ার পর ধর্মেন্দ্রর জুহুর বাসভবনে তাকে দেখতে যান তাঁর চাচাতো ভাই ও চলচ্চিত্র নির্মাতা গুদ্দু ধানোয়া। বাড়ির বাইরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি ভালো আছেন। এর বেশি কিছু বলতে পারব না, কারণ বিস্তারিত জানি না।’
কয়েক দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্য হেমা মালিনী, সানি দেওল ও ববি দেওলরা।
এছাড়া বলিউডের একাধিক তারকা-সালমান খান, শাহরুখ খান ও গোবিন্দ-হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। আমির খানও তার বান্ধবী গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে গিয়ে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করেন।
সূত্র: এনডিটিভি
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর