জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টার সময় আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৫০) ও মুনসুর রহমানের স্ত্রী ফাইমা (৩৫)। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোমেনা বেগম এবং ফাইমা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত। র্যাবের গোয়েন্দা টিমের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার আক্কেলপুর হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রয় করা হচ্ছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে টহল টিম তাদেরকে আটক করে। মোমেনা বেগম এবং ফাইমা বেগমের দেহ তল্লাশীকালে তাদের নিজ হাতে বের করে দেওয়া অবৈধ মাদকদ্রব্য ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
সর্বশেষ খবর