যশোরের মণিরামপুরের মদনপুর গ্রামে পরিত্যক্ত একটি দোকানঘরের পাশে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
দুপুর আড়াইটার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শাকিল হোসেন বাবুর মোড় এলাকার ইন্তাজের পরিত্যক্ত দোকানের বাইরে কাঠের নিচে গুলির খোসাগুলো দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমানকে জানালে খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করে।
মণিরামপুর থানার কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত গুলির খোসাগুলো আগেই ব্যবহৃত ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর