কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চট্টগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মোড়ে মোড়ে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে। এমনকি কনস্টেবলদের হাতেও দেখা গেছে সাবমেশিনগান (এসএমজি)।
জানা গেছে, মঙ্গলবার এক বেতার বার্তায় সিএমপি কমিশনার হাসিব আজিজ টহল পুলিশকে অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ারের নির্দেশ দেন।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ নির্দেশে গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলেছে, এমন নির্দেশ বিচারবহির্ভূত হত্যাকে উৎসাহিত করে, যা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।
আসকের বিবৃতিতে বলা হয়, নাগরিকের জীবনের অধিকার রাষ্ট্রের মৌলিক দায়িত্ব; সিএমপি কমিশনারের বক্তব্য দায়িত্বশীল আচরণের পরিপন্থি। সরকারকে বিষয়টি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
সিএমপি কমিশনার পরে ব্যাখ্যা দিয়ে বলেন, “দেখামাত্র ব্রাশফায়ার নির্দেশ নিরস্ত্র জনসাধারণের জন্য নয়, এটি শুধু অস্ত্রধারী সন্ত্রাসীদের জন্য।”
সাজু/নিএ
সর্বশেষ খবর