মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ পরিক্রমার পর মামলাটি রায়ের জন্য প্রস্তুত হয়েছে। সহকর্মীদের পরিশ্রম ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে অপরাধী যত শক্তিশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “আদালত সুবিবেচনায় প্রজ্ঞার প্রয়োগ করবেন বলে আশা রাখি। জাতির ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণে একটি দৃষ্টান্তমূলক রায় হবে এটি।”
চিফ প্রসিকিউটর আশা প্রকাশ করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ সাজা হবে, যা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
উল্লেখ্য, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করবে। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর