রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলা বাংলাদেশ হাট সংলগ্ন এলাকায় একটি বাসের ধাক্কায় আরেকটি বাস খাদে পড়ে যায় এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুষ্টিয়া বাস মালিক সমিতির লোকাল বাস রাজন পরিবহন ধীর গতিতে যাত্রী উত্তোলন করছিলেন এমন সময় কুষ্টিয়ার এসবি সুপার ডিলাক্স নামক বাসটি দ্রুত গতিতে এসে লোকাল বাসের পেছনে ধাক্কা দেয়।
মুহূর্তেই লোকাল বাসটি রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। এই ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি আহত অন্তত ৩৫ জন।
পাংশা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছি কোন নিহাতের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর