নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া শাখা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে এ কর্মসূচী পালন করেন।
ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাষ্টারের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ এর মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আশুলিয়া থানা জামায়াতের আমির বশির আহম্মেদ, ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মো: আল আমিন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় থানা সেক্রেটারি মো: সোহেল রানা প্রমুখ সহ আরো অনেকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর