বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে হত্যা ও পঙ্গু করার প্রতিবাদে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেব বিচার ও ফাঁসির দাবিতে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় খানজাহান আলী মাজার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। স্থানীয় বিএনপি নেতা শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, শ্রমিকদল নেতা আবু হানিফ শানু, আলম মোল্লা, মহিলা দল নেত্রী শিরিনা বেগম এবং মহিলা দলের নেত্রী মিসেস মনিরা ইসলাম।
অপরদিকে, বাংলােদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচী পালন করে দলীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-২ আসনের বাগেরহাট জামায়াত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে বাগেরহাট সদরের দশানী এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলােদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলার বিভিণ্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালিয়েছে। হত্যা গুমসহ জঘন্য কর্মকান্ড পরিচালনা করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ দেশবাসী পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে সে গণহারে নির্যাতন চালায়। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা।
কিন্তু যাওয়ার আগে এ দেশের হাজার হাজার ছাত্র-জনতা হত্যা ও পঙ্গু করে গেছে। এই হত্যার দায় সে কোনোভাবেই এড়াতে পারে না। আজকের এই প্রতিবাদ সবার মাধ্যমে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসি দাবি করেন বক্তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর