আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসা মো. রিয়াজুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সোমবার, ১০ নভেম্বর থেকে পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকার হজরত শাহ্জুঁই (রহ.) মাজার শরিফের সামনে তিনি অনশন শুরু করেন।
বুধবার রাত ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন ও স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অনশনে বসা রিয়াজুল ইসলাম তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক।
বৃহস্পতিবার পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুল ইসলাম বলেন, "রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনশন করছি। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেন।"
তিনি আরও বলেন, "এখন পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছি। বিএনপির মনোনয়ন বোর্ড থেকে আমার কাছে কোনো বার্তা না আসা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।"
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর