চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসেরও তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গার অন্যতম প্রভাবশালী রাজনীতিক। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সুত্রে জানাগেছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তার মামলার মধ্যে যে মামলায় আদালতে উঠানো হবে। তারপর আদালতের নির্দেশ অনুযায়ি চুয়াডাঙ্গায় আনা হবে। এরপর চুয়াডাঙ্গা আদালতে তার শুনানি হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর