কক্সবাজারের উখিয়ায় খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার তচ্ছাখালী সেতুর পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা খালপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, ভেতরে অজ্ঞাত এক নারীর মরদেহ। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, মরদেহের চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন। তবে আঙুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এমন লোমহর্ষক দৃশ্যের মুখোমুখি হবেন, তা কেউ ভাবেননি।
কুশল/সাএ
সর্বশেষ খবর