ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। এলাকার জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাচিত হয়েছিলেন গতবার। কিন্তু এবার বাগেরহাট-১ আসনের মানুষ তাকে দেখতে চাচ্ছে সংসদ সদস্য হিসেবে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বাগেরহাটের অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে চান।
রাজধানী ঢাকার মগবাজারে নিজের কার্যালয়ে মোল্লা মুজিবুর রহমান শামিম তার একান্ত সাক্ষাৎকারে বলেন, বাগেরহাট-১ আসনের মানুষ আমাকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে দেখছে। এই আসন নিয়ে আমার মূল লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
আমি ব্যবসায়ী মানুষ, চাইলে নিজ জীবনে স্বচ্ছলভাবে চলতে পারতাম। কিন্তু জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতেই রাজনীতিতে এসেছি। দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বদা জনগণের পাশে থেকেছি- চিতলমারীতে এমন একজনও নেই, যে বলতে পারবে আমি তার ক্ষতি করেছি।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বাগেরহাটের অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে কাজ করতে চাই। এলাকার অবকাঠামো উন্নয়ন করতে চাই। যদিও অতীতে অনেক উন্নয়ন আমি করেছি এবং সাধারণ মানুষের পাশে থেকেছি। এবারও আরো বৃহত্তর পর্যায়ে করতে চাই। বাগেরহাটের সবচেয়ে বড় সমস্যা হল রাজনৈতিক কোন্দল এবং রাজনৈতিক প্রতিহিংসা। এলাকার মানুষ সামাজিকভাবে একে অন্যকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমি সাধারণ মানুষের পাশে থেকে এই প্রতিহিংসা দূর করতে চাই।
বাগেরহাট-১ আসন থেকে অন্যান্য দলের সদস্যরাও সংসদ সদস্য হিসেবে প্রার্থী হবেন। সবাই যার যার স্থান থেকে নির্বাচিত হতে চাইবেন। কিন্তু আমি রাজনীতিতে ‘সাধারণ মানুষের প্রতিনিধি’ হিসেবে পরিচিত হতে চাই। জনগণের সঙ্গে সব সময় সুসম্পর্ক এবং ভালোবাসার সংযোগ স্থাপন করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতিনিষ্ঠ রাজনৈতিক দল - এই দলের ভাবধারা নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
নির্বাচনী মাঠে আমাকে নিয়ে বিদেশে বসে কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং মিডিয়াতে অনেক অপপ্রচার হচ্ছে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সবসময়ই চাইবে অন্যের মন্দ করার জন্য। আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য সব সময় কেউ না কেউ পিছনে লেগে থাকবেই। আমি সেদিকে কর্ণপাত না করে বাগেরহাটের যুব সমাজ ও শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান এবং শিক্ষা বিস্তারে কাজ করতে চাই।
আশা করি জনগণ আমার প্রতিশ্রুতি রাখবেন এবং আমাকে ভালোবেসে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আমি আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়াপ্রার্থী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর