নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা। তারা দাবি করেন, মনোনয়নটি এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে কয়েক শতাধিক ব্যক্তি অংশ নেন। আয়োজকদের অভিযোগ এ মনোনয়ন স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও জনচাহিদা উপেক্ষা করে দেওয়া হয়েছে, যা দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে।
কর্মসূচিতে জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫ আসনে যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দিলে দলকে ভুগতে হবে।
যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, এ মনোনয়ন তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া হয়েছে। আমরা শিবিরের এ প্রার্থী চাই না। সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের মতে, এ আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন, ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যায় না।
মানববন্ধন শেষে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের জোর দাবি জানান।
উল্লেখ্য, বিএনপির ধানের শীষে মনোনয়ন পাওয়া নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ছাত্রজীবনে যখন শিবির করতেন তখন বিএনপির জন্ম হয় নি,এবং বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের কটুক্তি এমন বক্তব্য বিডি২৪লাইভ সংবাদ প্রকাশ করলে তোলপাড় সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে।
নোয়াখালী ৫ আসনে দফায় দফায় বিক্ষোভ ও মশাল মিছিল হয় এ প্রার্থী প্রত্যাহার চেয়ে। এমন ব্যক্তি কিভাবে নমিনেশন পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দলের নেতাকর্মীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর