সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে পরিষদ দেশ চালাচ্ছে, সেটিকে তিনি সরকার মনে করেন না। জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা ছিল, তার সামান্য অংশও পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে সমর্থক ও অনুসারীদের সামনে এ কথা বলেন লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার ঢাকায় জামিনে মুক্ত হওয়ার পর তিনি নিজ এলাকায় ফিরে আসেন।
লতিফ সিদ্দিকী বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই, জিয়া পারেন নাই, এরশাদ পারেন নাই, খালেদা জিয়া পারেন নাই— আর একজনের নাম আমি বলতে চাই না। জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।”
সভাস্থলে উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, দেশে ‘জয় বাংলা’ বলাকে যদি অপরাধ মনে করা হয় তাহলে প্রথমে তাকেই গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, তাদের কর্মীরা সর্বদা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।
জুলাই আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। শেখ হাসিনার পতন দেশের জন্য প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী জুলাইযোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করি না।”
সাজু/নিএ
সর্বশেষ খবর