আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে ইতিবাচক তিনটি উন্নয়ন শান্তিপূর্ণ ভোট আয়োজনের আশা আরও জোরালো করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার তাঁর ফেসবুক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এবারের নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনের একটি হতে পারে।
প্রথমত, বিএনপির মনোনয়ন ঘোষণা ঘিরে আশঙ্কা থাকলেও বড় কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, ব্যাপক জল্পনার পরও দলের মনোনয়ন তালিকা প্রকাশের পর প্রত্যাশিত মাত্রার বিরোধিতা দেখা যায়নি। মাত্র এক-দুটি ছোটখাটো ঘটনার বাইরে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে বোঝা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মনোনয়ন নিয়ে ভেতরের সমন্বয় যথেষ্ট ভালোভাবে করেছে এবং নির্বাচনী প্রচারণাকালে দলীয় দ্বন্দ্বও খুব কম হবে।

দ্বিতীয়ত, আওয়ামী লীগের সাংগঠনিক সক্ষমতা নিয়ে তিনি মন্তব্য করেন যে সাম্প্রতিক ঘটনাগুলো দলটির মাঠপর্যায়ে সীমিত সক্রিয়তার চিত্র তুলে ধরেছে। তাঁর দাবি, দলটি এখন মূলত ক্ষুদ্র পরিসরের কিছু ভাড়া করা কর্মীভিত্তিক কর্মসূচিতে নির্ভরশীল হয়ে পড়েছে এবং কার্যকর গণভিত্তির চিহ্ন পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে দলটি নির্বাচনকে ব্যাহত করার মতো সংগঠনগত শক্তি দেখাতে পারবে বলে মনে হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
তৃতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে শফিকুল আলম বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসন আরও সংগঠিত ও সক্রিয় হয়ে উঠেছে। অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তাদের সমন্বিত প্রচেষ্টায় দেশ একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার পাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর