কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮)।
নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে। আর জোসনা আকতার রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে। শুটকি শুকানোর মজুরি কাজে ইলিয়াস ও তার স্ত্রী কিছুদিন ধরে ওই এলাকায় অস্থায়ীভাবে থাকছিলেন। ছোট শিশু আব্দুল্লাহকে দেখাশোনায় সহায়তা করতে ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনাও তাদের সঙ্গে ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে পুকুরপাড়ে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় এক বছর বয়সী আব্দুল্লাহ। তাকে বাঁচাতে জোসনাও পুকুরে নেমে পড়ে। উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর