কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া পৌর ডিগ্রি কলেজের গেট সংলগ্ন ফুচকার দোকানে শনিবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে।
ফুচকার দোকান থেকে সৃষ্ট আগুনে পাশের আরও ৩টি দোকানের ক্ষয়ক্ষতি হয়। তার মধ্যে ৪টি দোকান পুড়ে চাই হয়ে যায়।
পার্শবর্তী মার্কেটের মালিক প্রত্যক্ষদোষী সিদ্দিক হোসেন মাসুদ জানান একটি সেনেটারি দোকান, ১টি শোপিছ দোকান, ১টি বইয়ের দোকান ও ১টি ফুচকার দোকান পুড়ে চাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসে কর্মরত সেন্ট্রি আকরাম হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর আমরা ও সাধারণ জনগনের সহায়তায় দেড়ঘন্টা পর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারনা বৈদুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।
এসময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনার স্থল পরিদর্শন করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর