বরগুনায় শীতের শীতল আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও, ক্ষনে ক্ষনে ঘটছে মৃত্যুর ঘটনা। এবার আক্রান্ত হয়ে মো: আল-আমিন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।
রবিবার (১৬ নভেম্বর) ঢাকার সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫:৩০মিনিটে তার মৃত্যু হয়। মৃত আল-আমিন বরগুনার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেওড়াবুনিয়া গ্রামের সাবেক মেম্বর মোন্তাজ হাওলাদারের ছোট ছেলে।
বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন। এ ছাড়া জেলা সদরে ৩৪,আমতলী ৫, তালতলী ৬, বেতাগী ১, বামনা ৬ এবং পাথরঘাটা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৬৬ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৫২৪৫ জন। বরগুনা সদর ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৯জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, শীতের মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শুন্যতে নেমে আসতে আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তবে এর জন্য জরুরি আমাদের সচেতনতা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর