বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ইচ্ছেমতো স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, জনগণ সেই দিনের প্রত্যাশা করছে। তারা নিজের হাতে নিজের ভোট দিয়ে তাদের এমপি নির্বাচিত করবে এবং জনগণের সরকার গঠন করবে।
সেই সরকার হবে জনগণের সরকার আর এমপি হবে জনগণের এমপি। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় দাউদকান্দি উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে কেউ কেউ বলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পিআর পদ্ধতির অর্থ হচ্ছে জনগণ ভোট দেবে দলকে আর দল মনোনয়ন করবে এমপি। সেখানে কোনো এমপি আর ভোটারের এমপি থাকে না। ভোটার বলতে পারবে না তার এমপি কে আর এমপিও বলতে পারবে না তার ভোটার কে? পিআর পদ্ধতিতে নির্বাচিতরা দলের এমপি হয়ে যাবে, তারা জনগণের এমপি হবে না! পিআর পদ্ধতির কথা বলে নানান ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে এই নির্বাচনকে বানচালের চেষ্টা চালানো হচ্ছে। খন্দকার মোশাররফ বলেন, আমরা চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে, তাই আগামী নির্বাচনকে সফল করতে হবে। অনেকেই আপনাদের কাছে আসবে, অবান্তর কথা বলবে। অবান্তর কথায় কান না দিয়ে আপনারা সচেতন হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন। অতীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আপনাদের সেবা করতে দল আমাকে মন্ত্রী বানিয়েছে। এবারেও আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়ন পাওয়ায় দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি গণমিছিলের আয়োজন করে। মিছিলটি দাউদকান্দি শহীদ রিফাত পার্কের সামনে থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে বিশ্বরোড ঈদমাঠে শেষ হয়। গণমিছিলে অংশগ্রহণ করতে দুপুরের পর থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পৌর সদরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেল ৩টার পর দাউদকান্দি পৌর সদর যেন মিছিলের নগরীতে পরিণত হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম।
উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এমএ লতিফ ভুইয়া, সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, পরিবহন নেতা সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার ও পিটার চৌধুরী প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর