ইসরায়েলের টানা বিমান হামলায় গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতেও বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে, যার ফলে বেসামরিক মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, ভোর থেকে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তটে নাবলুসের পূর্বে আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানের সময় ওই এলাকায় ব্যাপক তল্লাশি ও আটক-অভিযান চালানো হয়, ফলে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হতে পারেননি।
গাজা ও পশ্চিম তটে এ ধরনের হামলা ও রেইড চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ধারাবাহিক সংঘর্ষে বেসামরিক মানুষের জীবন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে। মানবিক সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই দুই অঞ্চলে দমন-অভিযান ও বিমান হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও তীব্র হতে পারে এবং শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর