জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগের রাতে রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের মধ্যে ঢাকার কারওয়ান বাজারে ককটেল নিক্ষেপের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে জনতা। রোববার (১৬ নভেম্বর) রাতে বিক্ষুব্ধ লোকজন ওই যুবককে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
জানা যায়, আটক যুবক সম্প্রতি পাবনা থেকে ঢাকায় এসে মিরপুরের শাহিন নামের এক ব্যক্তির সঙ্গে কারওয়ান বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিন সন্ধ্যার পর থেকেই রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিল, কারওয়ান বাজার, বাংলামোটর, বাড্ডা-সহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের পর রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর