পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং এটি স্বচ্ছ ছিল। তিনি আরও জানিয়েছেন, যদি তার মক্কেল শেখ হাসিনা খালাস পান, তা হলে তিনি সবচেয়ে খুশি হবেন।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, “আমি আমার মক্কেলের খালাস চাই। এটা প্রত্যেকের স্বাভাবিক চাওয়া। আমি সবসময় আশা করি আমার মক্কেল খালাস পাবেন। এটাই আমার হৃদয় থেকে আশা, এবং এটি স্বাভাবিক।”
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “আমি কোনোভাবে যোগাযোগের চেষ্টা করিনি, এবং উনিও আমার সঙ্গে কোনো যোগাযোগ বা সহায়তা করেননি। আইনগতভাবে তাও সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে। আমি মনে করি, বিচার ভালোভাবে সম্পন্ন হয়েছে।”
রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমার মক্কেল নন। তাই উনার বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমি শুধু যাদের পক্ষে মামলা করি, তাদের জন্য বলি।”
আইনজীবী আরও যুক্তি দেন যে, “প্রসিকিউটর যাই বলুক, আমি আমার বক্তব্য দেব। বিচার শেষে মাননীয় ট্রাইব্যুনালই সিদ্ধান্ত দেবেন।”
সাজু/নিএ
সর্বশেষ খবর