জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পড়া চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্যান্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায় ঘোষণার আগে আদালত কক্ষে কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন আইনজীবী, জুলাই আন্দোলনকারী, নিহতদের পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।
রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং ঢাকার দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রথম মামলা শুরু হয়। বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর, সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর