মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় দেওয়ার সময় ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে আজীবন কারাদণ্ড এবং দুইটিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন, তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলাটিতে অন্য আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাষ্ট্রপক্ষের যুক্তি অনুযায়ী, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা।
রায় ঘোষণার সময় আদালতে নিহতদের পরিবারের সদস্যরা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর