জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উল্লাস প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রায় ঘোষণার পর সোমবার সন্ধ্যায় তারা আনন্দ মিছিল বের করেন এবং পরে পৌর বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, “দীর্ঘদিন ধরে আলোচিত ঘটনাগুলোর বিচার নিয়ে দেশবাসীর প্রত্যাশা ছিল। আজকের রায় সেই প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জুলাইয়ের ঘটনাসহ গত ১৭ বছরে নানান অভিযোগে মানুষের মনে যে বেদনা ও ক্ষোভ তৈরি হয়েছিল, এই রায় তার প্রতিফলন বলেই আমরা মনে করি। ১৬ শতাধিক মানুষের প্রাণহানি জাতিকে গভীরভাবে আহত করেছে। তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “পলাতক অভিযুক্তকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে রায়ের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হয়।”
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলার রায় ন্যায়বিচারের পথে একটি বড় পদক্ষেপ। তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যেন আন্তর্জাতিক আইন অনুসরণ করে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে, যাতে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। তাদের বিশ্বাস, এই উদ্যোগ জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে সহায়ক হবে এবং সেই সময় প্রাণ হারানো সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।
অন্যদিকে, রায় ঘোষণার পর উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনির নেতৃত্বে দ্রুত রায় কার্যকর করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই দাবিতে সন্ধ্যার পর উপজেলা ও পৌর জামায়াতও বিক্ষোভ সমাবেশ করে, যার নেতৃত্ব দেন উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ এম মাজহারুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর