জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় নিহত ছয় তরুণের জন্য কিছু করতে না পারার অনুতপ্তি প্রকাশ করেছেন রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক। বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জবানবন্দি শেষে তিনি ক্ষমা চান।
এদিন আবজালুল হক আশুলিয়ায় ছয় মরদেহ পুড়িয়ে ফেলা এবং সাতজনকে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
২৩ নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে আবজালুল হক গত বছরের ৫ আগস্ট ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। যদিও মরদেহ পোড়ানোর সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবে ১৫ আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পোড়ানোর কথা। তিনি জানান, আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন। জবানবন্দির শেষে তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশ ভ্যানে তাদের লাশ নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। নৃশংস ঘটনায় একজনকে জীবিত অবস্থায়ও পুড়িয়ে মারা হয়। এই ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর