চট্টগ্রামের রাউজানে এক মুদি দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আটকের পর ওই মুদি দোকানির তথ্যের ভিত্তিতে তার জামাতাসহ আরও দুজনকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, জামাতার অস্ত্র দোকানে নিজের হেফাজতে রেখেছিলেন শ্বশুর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এবং পটিয়া উপজেলায় একযোগে অভিযান চালায় জেলা গোয়েন্দা ও রাউজান থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুদি দোকানি জহির আহম্মদ ও তার মেয়ের জামাই সাকিবুল ইসলাম এবং সহযোগী মো. রানা। তাদের বাড়ি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায়।
পুলিশ জানায়, প্রথমে আসামি জহির আহাম্মদ নামে একজনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানের তাক থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন। পরে জহির আহম্মদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৭ নভেম্বর গ্রেপ্তার করা হুমায়ুন উদ্দীন আকাশের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মহিউদ্দিন তার বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অস্ত্র পুঁতে রেখেছিল। পরে ১৮ নভেম্বর সেই স্থান থেকে ১টি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রাউজানে অভিযান চালিয়ে দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়ার তথ্যে ভিত্তিতে পটিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেপ্তার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬ টি, দেশিয় অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে রাউজানের ব্যবসায়ী ও বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যাকাণ্ডের তদন্তে নেমে গত ১০ নভেম্বর নোয়াপাড়া চৌধুরীহাট এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল, একটি শট গান, ৪৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শট গানের কার্তুজ, ১৬ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ (৭.৬৫) বোরের পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর