খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি)র অধিনস্থ কেদারছড়া বিওপি কর্তৃক ৪২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। যার সিজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করে বিজিবি।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের কেদারাছড়া বিওপি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)র অধিনস্থ কেদারাছড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে টহল অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার নং ২২৬২/২২ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিক বিহীন অবস্থায় ৪২টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। এসব আটককৃত ভারতীয় গরু গুলো কাস্টম ও ভ্যাট সীতাকুণ্ড সার্কেল চট্টগ্রামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
গরুগুলো আটক করার সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়াকিটকি সেট পাওয়া যায়। বর্তমানে সেটটি ব্যাটালিয়ন সদর সিগন্যাল সেন্টারে জমা রাখা হয়েছে।
খাগড়াছড়ি বিজিবি (৩২ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, 'সীমান্ত পাহারার পাশাপাশি খাগড়াছড়ি ব্যাটালিয়ন অবৈধ চোরাচালান রোধে অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে খাগড়াছড়ি ব্যাটালিয়নের কেদারাছড়া বিওপি এলাকা হতে চোরাচালানের ৪২টি গরু আটক করা হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।'
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর