কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিখোঁজের একদিন পর হেমন্তগঞ্জ বাজার ঘাট কালনী নদী থেকে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১৯ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেউয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার হেমন্তগঞ্জ বাজার ঘাট কালনী নদী থেকে মোঃ শাহাদাত হোসেন (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন মিঠামইন উপজেলার কেউয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার হেমন্তগঞ্জ গ্রামের মোহাম্মদ রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।
নিহত শাহাদাত এর বাবা মোহাম্মদ রাসেল মিয়া জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নদীতে তার বন্ধুর সাথে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নদীতে ডুব দিলে আর উঠে আসেনি। পরে তার বন্ধু আমাদের বাড়িতে এসে খবর দিলে আমরা কয়েকজন নদীতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আমার ছেলের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, আমাদের ফায়ার সার্ভিসের ময়মনসিংহ নিয়ন্ত্রণ কক্ষ থেকে ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় সংবাদ আসে যে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেউয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার হেমন্তগঞ্জ বাজার ঘাটে কালনী নদীতে গোসল করতে নেমে শাহাদাত নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। পরে আমাদের কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে রাত হয়ে যাওয়ার কারনে রাতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। তাই ১৯ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টায় উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট চেষ্টার পর নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন এর লাশ উদ্ধার করা হয়।
এসময় ডুবুরি দলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ দুলাল মিয়ার নেতৃত্বে উদ্ধার কাজ করেন ফায়ার ফাইটার ডুবুরি বিদ্যাসাগর, ডুবুরি কবির হোসেন, ডুবুরি রিজভী আহমেদ ও ওয়াটার রেসস্কয়ার আনোয়ার হোসেন। পরে ডুবুরী বিদ্যাসাগর নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন এর লাশ উদ্ধার করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর