ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় অন্তত ৪ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্ত এ পরিস্থিতি বজায় ছিল বলে জানিয়েছে ইউক্রেনের জ্বালানি কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, তীব্র হামলার ফলে দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, যা জাতীয় গ্রিডে বড় ধরনের প্রভাব ফেলেছে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি কাঠামো, গ্যাস স্থাপনা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় হামলার মাত্রা ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এসব হামলায় অনেক শহর সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেরামত কাজ চলছে, তবে হামলার তীব্রতার কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর