যুক্তরাষ্ট্র–সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা গাজা শহরের পূর্বাঞ্চলে নির্ধারিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে প্রায় ৩০০ মিটার ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। এতে উত্তর গাজায় বহু ফিলিস্তিনি পরিবার নতুন করে অবরুদ্ধ অবস্থায় পড়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, এই অগ্রগতি যুদ্ধবিরতি চুক্তির প্রতি স্পষ্ট অবহেলা। শুজাইয়া এলাকায় সেনারা নতুন সীমারেখা চিহ্নিত করলেও তা সম্পূর্ণ পরিষ্কার নয়; ফলে বহু মানুষ জানেন না কোন জায়গা থেকে ঝুঁকি শুরু হয়। স্থানীয়রা বলছেন, তারা এখন “খাঁচায় বন্দি,” কারণ ক্রমশ পশ্চিম দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত ৩২ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। বানি সুহেইলায় একটি বাড়িতে বিমান হামলায় একটি শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখনও তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। সীমান্ত বন্ধ, খাদ্য–ওষুধ সংকট এবং অব্যাহত গোলাবর্ষণে ভয় ও হতাশা আরও বাড়ছে। একজন বাসিন্দা বলেন, “প্রতিদিন মানুষ মরছে। কবে এই দুঃস্বপ্নের শেষ হবে?”
সূত্র: আল–জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর