একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, ঘঠনাটি ঘটেছে পাকিস্তানের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় । শুক্রবার সকালে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে এবং পাশের আরও তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধাক্কায় আশপাশের সাতটি বাড়ির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ধসে পড়ে।
রেসকিউ ১১২২ জানায়, ভোর ৫টা ২৮ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ২০টির বেশি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ ইউনিট উদ্ধারকাজে নামে। ধ্বংসস্তূপ থেকে পাওয়া মরদেহের সংখ্যা ১৫–এ দাঁড়িয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আলাইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফয়সালাবাদ কমিশনারের কার্যালয় জানায়, ঘটনাস্থলে কোনো বয়লার ছিল না; গ্যাস লিকেজই বিস্ফোরণের মূল কারণ। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলেও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রিপোর্ট তলব করেছেন। পুলিশ ও রেসকিউ কর্মকর্তাদের আরও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন NTUF এ দুর্ঘটনাকে শ্রমিক নিরাপত্তায় “চরম অবহেলা” হিসেবে অভিহিত করেছে এবং নিহত প্রতি শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।
সূত্র- দ্যা ডন।
সাজু/নিএ
সর্বশেষ খবর