ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. বদরুজ্জামান বলেছেন, “গৌরীপুরের মানুষ সব মার্কাই দেখেছে, এবার দাড়িপাল্লা দেখতে চায়।
শুক্রবার (২১ নভেম্বর) ময়মনসিংহ থেকে গৌরীপুরের মূল প্রবেশদ্বার চরশ্রীরামপুর এলাকায় মোটরসাইকেল শোডাউন শুরুর আগে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। শোডাউনটি চরশ্রীরামপুর থেকে শুরু হয়ে উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর, বালুয়াপাড়া, নাহাড়া বাজার, শাহগঞ্জ বাজার, অচিন্তপুর বাজার, পৌর শহর ও শ্যামগঞ্জ হয়ে নেত্রকোণা সড়কের গৌরীপুর সীমান্তে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ৭টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান। পথসভাগুলোতে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ,উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট গোলাম সারোওয়ার,পৌর জামায়াতের সভাপতি আব্দুর নূর,ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি আল আমিন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন,অর্থ সম্পাদক আবুল মনসুর,দপ্তর সম্পাদক আব্দুল বারী,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির,এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়নের আমীর মাওলানা ফজলুল হক, রামগোপালপুর ইউনিয়নের আমীর আবুবকর সিদ্দিক, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম মাস্টার, মাওহা ইউনিয়নের সভাপতি মাওলানা সুলতান আহমদ,সহনাটি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, বোকাইনগর ইউনিয়নের সভাপতি আল মামুন ফকির, ভাংনামারী ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ এবং সিধলা ইউনিয়নের সভাপতি একেএম মুসলেম উদ্দিন মাস্টার প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর