ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তিন বিভাগে ১০টি করে মোট ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বিভাগগুলো হলো— আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ থেকে বিষয়টি কার্যকর করা হবে।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৪ (গ) এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্তের আলোকে আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ হতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা ১০ জন বৃদ্ধি করে মোট ৯০ জন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর