যশোরে বাবার বিরুদ্ধে নিজ মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন মা। কোমল পানীয় মোজো’র সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করা হয় মেয়েকে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রোববার দুপুরে আটক বাবাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে। আদালতে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ধর্ষক বাবা। একই সাথে এদিন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী ১৩ বছরের ওই মেয়ে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন দুইজনেরই জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে ধর্ষনের শিকার মেয়েকে মায়ের হেফাজতে প্রদান করেন।
মামলা ও আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে চাঁচড়া বাজার মোড় এলাকায় রাতে মা বাড়ি না থাকার সুযোগে নিজ মেয়েকে ধর্ষণ করে বাবা। শনিবার বিষয়টি জানাজানি হয়। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বাবাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মা।
ওই মামলায় তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর