বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে কেবিনে অবস্থান করছেন।”
চিকিৎসক আরও বলেন, “পরীক্ষার রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।” খালেদা জিয়া রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন।
এর আগে, ২১ নভেম্বর তিনি সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বশেষ ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর