গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদের অবসর গ্রহণ উপলক্ষে মানপত্র দান, সম্মাননা ক্রেস্টসহ ফুল দিয়ে ভালোবাসা ও সম্মান জানানো হয়েছে। সোমবার অত্র কলেজে বাংলা বিভাগের আয়োজনে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান নাজলী পারভীনের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শ্রী কনক দত্ত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ.কে আজাদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান (মইনুদ্দিন), প্রভাষক সুজিত সাহা, মো. জহুরুল ইসলাম, হাসিবুল ইসলাম মিলন, সমর বিশ্বাস ও শাহিন আলম।
শিক্ষার্থীদের মধ্যে ছাহাবী হাসান, হালিমাতুস সাদিয়া, ফারহান প্রমুখ বক্তব্য দেন। জানা যায়, দীর্ঘ কর্মজীবনে আব্দুর রশিদ তার শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে গেছেন অগণিত শিক্ষার্থীর জীবনে। তাঁর মমতা, আন্তরিকতা এবং শিক্ষকসুলভ ব্যক্তিত্ব বাংলা বিভাগকে সমৃদ্ধ করেছে অসীমভাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুর রশিদ বলেন, বড় কিছু অর্জন করতে হলে অধ্যায়ন করতে হবে। সরলতা, ভালোবাসা ও ধৈর্যের সাথে আগাতে হবে। সর্বোপরি গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। কলেজটির অধ্যক্ষ ড. একরামুল হক বলেন, আব্দুর রশিদ শিক্ষক হিসেবে পাঠদান সহ সকল ভালো কাজে পারদর্শী। এজন্য তাকে অলরাউন্ডার বলা হয়। কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করলেও স্মৃতিতে, শ্রদ্ধায় ও অনুপ্রেরণায় তিনি আমাদের সঙ্গে চিরদিন অমলিন থাকবেন। আমরা তাঁর সুস্বাস্থ্য, শান্তিময় ও সমৃদ্ধ অবসর জীবন কামনা করি।
কুশল/সাএ
সর্বশেষ খবর