বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট দেশের সবগুলো—মোট ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, দেশে বর্তমানে ‘মব ভাইরাসের তাণ্ডব’ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
তাহেরী জানান, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি শান্তিপূর্ণ সুফিবাদী সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণের উদ্দেশ্য হলো দেশের মানুষের কাছে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, “আমাদের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। আমরা সর্বদা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি আহ্বান জানিয়ে বলেন, সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে তারাই আগামী সরকার গঠন করতে সক্ষম হবে। শান্তিপ্রিয় জনগণের উদ্দেশে তাহেরী বলেন, “দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটকে বিজয়ী করতে হবে। শান্তি-শৃঙ্খলায় বাংলাদেশকে রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ যেন এবার ভোটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল না করে। তাঁর দাবি, বৃহত্তর সুন্নি জোটই পারে দেশে স্থিতিশীলতা ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর