দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে ২০২৭ সালের জুলাই মাস থেকে। সেই সময় থেকেই ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। ফলে আর ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। গভর্নর বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব, আর ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা সেই স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “এই ব্যবস্থায় গেলে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের ‘মোজোলুপ’-এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক একটি আন্তঃলেনদেন প্লাটফর্ম প্রতিষ্ঠার চুক্তি সই করে। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে বলে জানান গভর্নর। তিনি আরও বলেন, মোজোলুপের সহায়তায় নির্মিত এই নতুন প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।
এই ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে দেশের আর্থিক খাতে একক নেটওয়ার্কে তাৎক্ষণিক ও নির্বিঘ্ন লেনদেনের সুযোগ তৈরি হবে, যা ডিজিটাল অর্থনীতির উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর