কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নারীসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং একই এলাকার ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম।
র্যাব–১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) ফারুক হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভোরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা থেকে তথ্য আসে মিঠাপানির ছড়ায় মাদককারবারীরা বিপুল ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে এবং অন্যত্র পাচারের অপেক্ষায় আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে ৯০ হাজার পিস ইয়াবা ও দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, আটকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর