ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের খাদ্যনিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বরগুনা জেলার পাথরঘাটায় কোডেক-এর উদ্যোগে শীতকালীন সবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং চরম জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাঁদের উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদানের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক)-এর বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ২১০ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে বেগুন, টমেটো, ওলকপি, বাঁধাকপিসহ মোট ১৩৫টি সবজি চারা এবং ১০০ গ্রাম করে পালংশাক ও কলমি শাকের বীজ ও বাগানের বেষ্টনীর জন্য ৫০ গজ নেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক, অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার শেখ নুর মোহাম্মদ ও সম্মানিত সাংবাদিকবৃন্দ।
কর্মসূচির দায়িত্বশীলরা জানান, উপকূলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিজ বাড়িতে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে উৎসাহিত করা, স্বনির্ভরতা বাড়ানো এবং আয়বর্ধনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন, কৃষি উপকরণের পাশাপাশি নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের টেকসই জীবিকা গড়ে তুলতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর