চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে ওই অভিযান শুরু হয়। চলে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত। এসময় কাঠ দিয়ে ইট পোড়ানো, স্কুল ও হাসপাতাল এলাকায় ইটভাটা স্থাপন, নিবন্ধন না থাকাসহ নানা অভিযোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার রায়সা ব্রিকস, শিবপুর এলাকার বর্ষা ব্রিকস, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার হিরো ব্রিকস ও দেশ ব্রিকসের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ ৪টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। বাকী অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান চলবে।
অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন, র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর লে. কর্নেল কমান্ডার আব্দুল ওয়াহিদ, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম |
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর