ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সিল গালা ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) বিকেলে পৌর সদরের ভালুকজান এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এসময় করাতকল মালিকেরা কোন কাগজপত্র দেখাতে না পারায় ৩ টি অবৈধ করাতকল সিলগালা ও আরেকজন করাতকলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সন্তোষপুর বিট অফিসার মোহাম্মদ ইমদাদুল হক, এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়াসহ ফুলবাড়িয়া থানা পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধ করাত কল সিলগালা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর