ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। তবে পিকআপ জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর এতিমখানা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
জানা গেছে, ভরাডোবা হাইওয়ে থানার সাব ইনস্পেকটর (এসআই) রুবেল খানের নেতৃত্বে একটি টহল টিম মহাসড়কে টহলের সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দেয়, গাড়ীটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করলে চালক গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে চারশ’ বোতলেরও বেশি অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর