দেশীয় জাত, আধুনিক প্রযুক্তির, প্রাণী সম্পদের হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণিসম্পদ ডেইলি উন্নয়ন(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহোযোগিতায় বুধবার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, উপজেলা বি.আর.ডিবি চেয়ারম্যান আহাম্মাদ আলী রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, নাগরপুর থানার (ভার:) ইনচার্জ আ. কদ্দুস। দিনব্যাপী পানি সম্পদ প্রদর্শনীতে ১৫ স্টল স্থান পায়। এরমধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, পাখি ও মুরগিসহ বিভিন্ন প্রাণী প্রদর্শীত হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর