বরগুনার তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের হরিনবাড়িয়া এলাকায় টমটম উল্টে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার ২৭নভেম্বর বিকেল ৩টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মামুন চৌকিদার (৩৫)। তিনি বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চন্দ্রা এলাকার মো: আবুল চৌকিদারের ছেলে।তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২জন কন্যা সন্তান রেখে যান।
আহতরা হলেন,আবির হোসেন (১৮), রিদয় (২২) এবং টমটম চালক সাগর (২০)।সকলের বাড়ি চাওড়া ইউনিয়নে এবং সবাই গভীর নলকূপ বসানোর শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, তালতলী এলাকার কাজ শেষে কলাপাড়া যাওয়ার পথে হরিণ বাড়িয়া এলাকায় সানের হাট বাজার মোড়ে, গভীর টিউবওয়েল বসানোর মালামাল বহনকারী টমটমটি খুব দ্রুত বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে টিউবয়েলের মালামালের নিচে পড়ে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের আরএমও ডা. সব্যসাচী দাস সানি বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত পরিবারকে খবর দেয়া হয়েছে, নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
সড়কে দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন তালতলীর সহকারী কমিশনার ভূমি সেবকমন্ডল ও তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজালাল।
এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর