বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) জাইকা এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ২৭ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘নগর পরিচালন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলন। এতে সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, পৌর ও সিটি করপোরেশন প্রতিনিধিরা, বেসরকারি খাত, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। সবার অভিন্ন লক্ষ্য - দেশের নগর ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা।
উদ্বোধনী পর্বে এলজিডি, জাইকা এবং সুইস দূতাবাসের প্রতিনিধিরা বক্তব্যে উন্নত নগর শাসন, পৌরসভার সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনে সফল মডেলগুলোর প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় এলজিডির যুগ্ম-সচিব ও ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের প্রকল্প পরিচালাপক মো. ওয়াহেদুর রহমান প্রকল্পটির পৌর সক্ষমতা উন্নয়ন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে বাংলাদেশে স্থানীয় সরকার শক্তিশালীকরণে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা স্মরণ করেন।
সুইজারল্যান্ডের পক্ষ থেকে ডেপুটি হেড অব মিশন ও হেড অব কো-অপারেশন দীপক এলমার বলেন, ‘সুইজারল্যান্ড প্রতিযোগিতামূলক, স্থিতিশীল ও নাগরিকবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. মাহমুদুল হাসান, এনডিসি মহাপরিচালক, পরিকল্পনা, পরিবীক্ষন, মূল্যায়ন, ও পরিদর্শন অনুবিভাগ, স্থানীয় সরকার বিভাগ। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্যে পৌছে যেতে কার্যকর ও সুশাসিত পৌরব্যবস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে। স্থানীয় সম্পদ আহরণ, সেবাদানে দক্ষতা বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিবেশ তৈরি-এসবের জন্য শক্তিশালী স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য।’
সভায় প্লেনারি সেশনে নগর শাসন শক্তিশালী করার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। বিডা, বিভিন্ন সিটি করপোরেশন, এলজিডি এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা প্রাতিষ্ঠানিকীকরণ, পারফরম্যান্সভিত্তিক সম্পদ বরাদ্দ পদ্ধতি এবং দীর্ঘমেয়াদি পৌর সংস্কার কাঠামোর প্রয়োজনীয়তার ওপর মতামত দেন।
সমাপনী পর্বে পৌরসভা ও সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধির পরবর্তী ধাপ, পরিকল্পনা-বাজেট প্রক্রিয়া উন্নয়ন এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিস্তারের কৌশল তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে এলজিডি, জাইকা ও সুইজারল্যান্ড বাংলাদেশে দক্ষ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর শাসন গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর