দেশে ঘোষিত খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ছয় লাখ কোটি টাকার নিচে হলেও ঝুঁকিপূর্ণ ঋণসহ মোট ঝুঁকি সাড়ে ৯ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান মূল প্রবন্ধে বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচিত সরকার ছাড়া খেলাপি ঋণের হার কমানো সম্ভব নয়। তিনি জানান, লুকানো ঋণ সামনে আসায় প্রকৃত খেলাপির পরিমাণ সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী খেলাপি ঋণের হারে বাংলাদেশ এখন শীর্ষ স্থানে রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, এ পরিস্থিতি দেশের অর্থনীতির গভীর ঝুঁকির ইঙ্গিত দেয়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও অসহযোগিতার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, বিনিয়োগ করতে গেলে অনেক সময়ই আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সহযোগিতা করে না। পাশাপাশি কর কাঠামো ও এনবিআরের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সেমিনারে বক্তারা পুঁজিবাজারের সংকটের পেছনে দায়ীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। তাদের মতে, জবাবদিহি নিশ্চিত না হলে ব্যাংক খাত ও পুঁজিবাজারের প্রতি জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর